Affiliate Marketing বলতে সাধারনত পন্য Sell করে কিছু Commission প্রাপ্তির এক ধরনের System কে বোঝানো হয়ে থাকে। বাংলাদেশেও এ ধরনের System এ ব্যবসা করতেছে অনেক Company। বর্তমান সময়ে Online থেকে যতগুলো Income এর পন্থা সম্পর্কে আমরা জেনেছি, Affiliate Marketing তাদের মধ্যে অন্যতম। ভাল মানের একজন Blogger এর মাধ্যম থেকে প্রচুর পরিমান অর্থ Income করতে সক্ষম। ভাল মানের একজন Blogger এর কথা বলছি এ কারনে যে, এই মাধ্যম থেকে উপার্জনের জন্যও আপনার দরকার হবে প্রচুর পরিমান ভিজিটর আর ভাল মানের একজন ব্লগারই পারে বিভিন্ন মাধ্যম থেকে ভিজিটর সংগ্রহ করতে। ব্লগিং সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Affiliate Marketing এর ক্ষেত্রে Amazon বেশ ভাল মানের এবং নির্ভরযোগ্য একটি Site। বিশ্বের অনেক ব্লগার এই সাইটের পন্য মার্কেটিং করে প্রচুর পরিমান অর্থ উপার্জন করছে। এ সাইটের পন্য বিক্রি করতে পারলে আপনি পাবেন মোট পন্যমূল্যের ১৫%। অর্থাৎ ১০০ টাকার একটি পন্য বিক্রি হলে আপনি পাবেন ১৫ টাকা আর এই টাকার অঙ্কটা যখন ডলারে গননা করা হবে তখন তো আর বাংলাদেশী ১৫ টাকা থাকবে না। ১০০ ডলারের পন্য বিক্রি হলে আপনি পাবেন কমপক্ষে ১০০০ টাকা।
Affiliate Marketing এর পূর্ব প্রস্তুতি:
- শুরুতেই নিজস্ব Domain কিংবা Free Domain এর মাধ্যমে একটি Bloog Site খুলে বিষয়ভিত্তিক Article Post করতে থাকুন। ব্লগিং সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- বিশ্বের বিভিন্ন Country থেকে Visitor সংগ্রহে এবং মোট Visitor রের পরিমান বৃদ্ধির জন্য Backlink তৈরি, Marketing, Forum Posting, Comment Posting তথা SEO এর কাজগুলো বেশি বেশি করতে থাকুন।
কারণ Visitor বৃদ্ধির জন্য SEO এর কোন বিকল্প নেই। - নিয়মিত ভিজিটরের Update দেখে দেখে নিত্য নতুন পরিকল্পনা গ্রহন করুন।
- যখন মনে করবেন আপনার Blog টি এখন বেশ Popular এবং Visitor দের কাছে গ্রহনযোগ্য হয়েছে তখন আপনি Affiliate Marketing এর জন্য পরিকল্পনা গ্রহন করুন। কেননা, সবচেয়ে বড় সত্য হচ্ছে, আপনার সাইটে বিদেশী ১০০০ Visitor ঢুকলে হয়ত আপনার Affiliate কৃত পন্য Sell হবে ১-১০ টি। তবে এটিও সত্য যে, ভালমানের একটি Blog Site প্রতিদিন হাজার হাজার Visitor আনা কঠিন কিছু নয়।
- শুরুতেই www.amazon.com Site এ সঠিক Name,Address দিয়ে স্বাভাবিক নিয়মে Registration করুন।
- সাইটের Make Money with Us Option থেকে Assocites হিসেবে যোগদান করুন। এখানে একটি Id আপনার জন্য নির্দিষ্ট করা হবে, সে আইডিটি সংরক্ষনে রাখুন।
- আপনার প্রদানকৃত সকল তথ্যের পর্যালোচনা শেষে ১-৩ কার্যদিবসের মধ্যে আপনাকে একটি Mail পাঠানো হবে এবং Special একটি Page এ প্রবেশের Permission পাবেন।
- Main Page প্রবেশের পরে Get started now বাটনে Click করে দেখে নিন সকল নিয়ম কানুনের Update।
- এবার এ Site থেকে Product এর Link (HTML Code) সংগ্রহ করে আপনার Blog কিংবা Website এ ব্যবহার করুন। এরপর যারাই আপনার প্রদত্ত Link থেকে পন্য সংগ্রহ করবে আপনি পাবেন মোট পন্যমূল্যের ১৫%।
যারা এ বিষয়টি নতুন শুনেছেন, আশা করি তারা উপরের আলোচনা থেকে কিছুটা হলেও Affiliate Marketing সম্পর্কে ধারনা নিতে পারবেন। এবার চালিয়ে যান। আপনার চেষ্টা সফলতা আসবেই । ও আরেকটি কথা, আপনার উপার্জিত অর্থ দেশে আনতে Payment পদ্ধতি অবশ্যই চেক Select করবেন।