Online এ Income এর যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে Blogging হচ্ছে সবচেয়ে স্থায়ী ও মজবুত মাধ্যম। Blogging এর সাথে Google Adsense এর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এজন্য যারা Google Adsense এর মাধ্যমে অর্থ Income করতে চান তাদের Blogging সম্পর্কে পরিস্কার ধারনা থাকা প্রয়োজন। প্রধানত: Blogging Site এর জন্যই Google তার Adsense Program টি চালু করেছে। Google Adsense সম্পর্কে বিস্তারিত জানতে এখানে Click করুন
Blogging কি?এবার আসি Blogging বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে Blogging বলতে কোন সেবা বা Service প্রদানকে বুঝায়। বিশ্বে সেবা প্রদানের অসংখ্য বিষয় রয়েছে, যার মাধ্যমে আপনি Blogging করতে পারেন। আমি একবার একটি সমস্যা সমাধানের জন্য Google এ Search দিয়ে Education সম্পকে একটি Site প্রবেশ করে দেখলাম-বিশ্বের অনেক লোক Online থেকে Study করে এবং Online এ পরীক্ষা দেয় ।এই যে তারা একটি Service দিচ্ছে-এটাই Blogging । আবার একবার একটি Greeting Card প্রয়োজন হওয়ায় Free Greetings Card দিয়ে Search দেওয়ায় কয়েক হাজার Site পেলাম। যারা বিভিন্ন ধরনের Greetings Card (যেমন: Birthday, Wedding, Friendship, invitation card ইত্যাদি) বিনামূল্যে সরবরাহ করছে। এটা এক ধরনের Blogging। Graphics Design ,Web Design শেখার জন্য Search দিন, দেখবেন-হাজার হাজার Site রয়েছে, সম্পূর্ণ Free Tutorial দিচ্ছে এসব Site। এটাও Blogging। লক্ষ্য করলে দেখবেন, এসব Site এ অধিকাংশই ব্যবহার করছে Google Adsense.
Blogging কে পেশা হিসাবে নিবেন কেন?
১. Blog এ Income এর কোন সীমা নেই। চাকুরিতে বেতন পাবেন ১০ অথবা ২০ হাজার। কিন্তু আপনার মেধা, শ্রম ঢেলে খুব দ্রুত গড়ে তুলতে পারেন আপনার Blogging Career আপনার মাসিক Income হতে পারে ১ হাজার ডলার, ২, ৩ বা তারও উপরে। আপনার কাজই নির্ধারণ করবে আপনার Income এর অংক।
২. আপনি ব্যবসা করবেন, প্রয়োজন হবে বিশাল পুঁজি। রয়েছে পদে পদে ঝুঁকি, আপনি সর্বশান্ত হতে পারেন। অন্যদিকে Blogging এর জন্য প্রয়োজন মাত্র একটি Internet সংযুক্ত PC, Domain/Hosting কেনার জন্য ২/৩ হাজার টাকা আর আপনার Blogging পরিকল্পনা।
৩. পৃথিবীর যতগুলো স্বাধীন পেশা রয়েছে, তার মধ্যে Blogging অন্যতম। কখনো কাজ করতে মনে চাচ্ছে না, ঘুমিয়ে পরলেন। কোথাও হতে বেড়িয়ে আসলেন। কারো কাছে জবাবদিহি করতে হবে না।
৪. Blogging একটি Flexible পেশা। যে কেও, যে কোন সময়, যে কোন স্থানে বসে Blogging করতে পারে। একজন Student তার পড়াশোনার পাশাপাশি, একজন চাকুরিজীবি তার চাকুরির পাশাপাশি, একজন গৃহিণী তার কাজের পাশাপাশি Blogging করে অর্থ Income করতে পারে। Blogging সম্পর্কে বিস্তারিত জানতে এখানে Click করুন
আপনি কি ব্লগিং করতে পারবেন?
আপনি যদি English এ ২/৩ লাইন লিখতে পারেন। তাহলে আপনিও Blogging করতে পারবেন। অথবা, বিষয়বস্তুকে সুবিন্যস্তভাবে সাজাতে পারেন, তাহলে আপনিও Blogging করতে পারবেন। আমি শুনেছিলাম শিশুদের সব জিনিস নাকি Online/Internet এ পাওয়া যায়, তাই একদিন হথাৎ Internet এ Google এ Search দিয়ে দেখলাম একটি শিশুর নাম জানার জন্য, Search দিয়ে দেখি এমন অনেক Site রয়েছে, যারা শুধুমাত্র নবজাতকের সুন্দর ও অর্থবহ নাম দিয়ে Serach দিচ্ছে। এটা কি Blogging না? এখানে তো Article লেখার কিছু নেই। একই Name একাধিক অনেক Site এ দেখলাম। শুধুমাত্র নামগুলোকে এক একজন এক এক Style সাজিয়েছে। আমি আশ্চর্য হয়ে দেখলাম-এসব Site এও তারা Google Adsense ব্যবহার করেছে।
আপনাকে যদি বলা হয়, একটি Health সম্পরকে Blog Site তৈরি করার জন্য, আপনি কি এ সম্পর্কিত ভাল মানের একাধিক Site কে Follow করে, উক্ত Site এর তথ্যাদি ঘুরিয়ে ফিরিয়ে, প্রয়োজনে Library হতে Health বিষয়ক Book সংগ্রহ করে নিজের মত কিছু লিখতে পারবেন না? আপনি অন্তত সাধারণ জ্ঞানের জন্য প্রশ্নোত্তর টাইপের Blogging নিশ্চয়ই করতে পারবেন। তাহলে সাধারন জ্ঞান বিষয়ক একটি Site করুন না! এ বিষয়ক Site গুলো Visit করুন। তাদের তথ্যকে ঘুরিয়ে ফিরিয়ে আপনি লিখে Post করুন। আপনি তো তাদের তথ্য Copy/Past করতে যাচ্ছেন না! আসলে, প্রচেস্টা থাকলে আপনার ব্লগের উপকরণ ইন্টারনেটেই ছরিয়ে আছে। এসব যদি পারেন, তবে আপনিও অবশ্যই ব্লগিং করতে পারবেন।
কি করে Copy/Past
টেকনিক্যাল জ্ঞান
Blogging Site তৈরি, প্রতিনিয়ত Update, রক্ষনাবেক্ষণের জন্য আপনাকে অব্শ্যই Web Site Design ও Development জানতে হবে। সাধারণ মানের একটি Site করতে HTML, CSS, javascript শিখলেই হবে। কিন্তু, Professional মানের একটি Site করতে, বিশেষত Dynamic Site তৈরি করতে PHP/mysql, Joomla, Wordpress শিখতে হবে। এ সম্পর্কিত জ্ঞানের জন্য বিভিন্ন Tutorial Package রয়েছে, এবং Market থেকে Web Design এর Book খুজঁলে দিয়ে দিবে তখন আপনি বই দেখে দেখে নিজেও শিখতে পারবেন ।
সাইট তৈরি, এবার Visitor কিভাবে বাড়াবেন?
Site তৈরি হওয়ার পরে আপনাকে Visitor বৃদ্ধির জন্য মনোযোগী হতে হবে। এজন্য SEO এর বিক্ল্প নেই। এজন্য SEO এর প্রাথমিক বিষয়গুলো (যেমন: Backlink