Chitika

Earn By Microworkers


Freelancing করে কাজ করার কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু সত্যি কথা হচ্ছে নতুন Freelancer হলে সফলতা পেতে কিছু Time লাগে কারণ, এসব Site এ একটি কাজের জন্য অনেকেই Bid/Apply করেন। Bayer শুধুমাত্র একজনকে Select করেন। এক্ষেত্রে নুতন Freelancer দের কাজ পেতে  বেশ কিছুদিন Wait করতে হয়। অনেকে ধৈর্য হারিয়ে Freelancing ছেরে দেন। (অবশ্য সঠিক Guide Line   আন্তরিক প্রচেষ্টা থাকলে এসব Site এও সফল হওয়া সম্ভব) অনেকেই আবার মনে মনে ভাবেন ইস, যদি Bid ছাড়াই কাজ পাওয়া যেতহ্যাঁ, আজকে আপনাদের সামনে এমনই একটি Marketplace সম্পর্কে বলব, যেখানে কাজ পেতে কোন Bid করতে হয় না। যে কোন মূহু্র্তে Free Registration করে  কাজ Start করে দিতে পারেন। উপরোন্ত, উক্ত Site এ Sign Up করলেই পাবেন ডলার। Site টির নাম http://www.microworkers.com, এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি Site। বাংলাদেশের অনেকেই Site এ সফলতার সাথে কাজ করে হাতে টাকা পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে Site এ কাজ করছি। Site এ আমার বেশকিছু Dollar জমা হয়েছে। 
Site এর কাজগুলো ছোট ছোট খুবই সহজ। Data Entry Type এর কাজ। খুবই অল্প সময়ে আপনি Income করতে পারেন ভাল পরিমান কিছু অর্থ, যা আপনাকে লক্ষ লক্ষ টাকা এনে দিতে না পারলেও যারা নুতন Freelancer, এখনও Computer এর বিভিন্ন Course এ পরিপূর্ণ Expert হতে পারেননি, তারা Online Income এর জগতে কিছুটা পদচারণা শুরু করতে পারেন আর এখানে মোটামুটি পরিশ্রম করলেই আপনার সফলতার সম্ভাবনা .........
নিয়মাবলী:
. একটি কাজ মাত্র একবার করতে পারবেন, তবে প্রতিদিন পাবেন নতুন নতুন অনেক কাজ
. প্রতিটি কাজের সাথে দেয়া থাকবে নির্ধারিত সময়, যে সময়ের মধ্যেই আপনার কাজকে সমাপ্ত করতে হবে
. প্রথমে ৫টি কাজ করে আপনার সফলতা যদি ৭৫% এর নিচে থাকে তবে আপনি -৩০ দিনের মধ্যে কাজ করতে পারবেন না
. Income এর পরিমান Dollar পূর্ন হলেই Check, MonyBookers, Paypal এবং Alertpay এর মাধ্যমে টাকা তোলা যায়। এক্ষেত্রে Google Adsense এর মত আপনার ঠিকানাকে প্রথমে Verify করা হবে একটি PIN Number পাঠানোর এর মাধ্যমে। যা পরবর্তীতে Site এ জমা দিতে হবে
. টাকা উত্তোলনের সময় Check এর ক্ষেত্রে .৫০ Dollar, Paypal এর ক্ষেত্রে %, Money bookers এবং Alertpay পদ্ধতিতে .% ফি দিতে হয়
. Site এ যে কাজ করবে সে Worker এবং যে কাজ দিবে তাকে Employer হিসেবে আখ্যায়িত করা হয়
. Site এ কাজ করতে প্রথমে আপনাকে Registration করে করতে হবে। Registration জন্য ক্লিক করুন
 কার্যাবলী:
.Log In করে Site এ প্রবেশ করুন
. যদি আপনি নতুন User হন তবে New বাটনে Click করে নতুনদের জন্য নির্ধারিত কাজগুলো Open করুন
. কাজের বিস্তারিত বর্ননা দেখতে নিচের কাজগুলো থেকে যেকোন একটি কাজে Click করুন
. এখানে পূর্বে কত জন কাজটি নিয়েছে, কাজটি করতে কত সময় লাগবে, কাজটি সফলভাবে করতে পারলে কত পরিশোধ করা হবে, ইত্যাদি সম্পর্কে শুরুর দিকে বলা হয়েছে
. কিভাবে কাজটি করতে হবে সম্পর্কে পুরো ব্যাখ্যা দেয়া হয়েছে “What is expected from workers?” অংশে। মূলত এখানে কাজের বিস্তারিত বর্ননা করা হয়েছে, যা ভালভাবে বুঝে কাজটি Finish করতে পারব এরকম মনে হলে “I accept this job ” নিচের Option এ Click এর মাধ্যমে কাজটি নেয়া যাবে। “I accept this job” এখানে Click করলে একটি ঘর পাওয়া যাবে যেখান কাজের সত্যতার প্রমান Submit করতে হবে। আর এই সত্যতার প্রমান দিতে হবে Employer এর ইচ্ছে অনুযায়ী, যেটি সে জানিয়ে দিয়েছে “Required proof that task was finished?” এই অংশে। কাজটি করতে পারব না এমন মনে হলে Not interested in this job Click করে বের হয়ে আসুন
 কাজের ধরন:
. Signup: কাজটি অত্যন্ত সহজ একটি কাজ। এখানে একটি Site এর Address দেয়া থাকবে সেখানে গিয়ে Registration করতে হবে। ব্যাস কাজ শেষ, তবে আমাদের দেশে বেশিরভাগ শেয়ারিং IP ব্যবহৃত হয় বলে কাজটি সমাপ্ত করতে সমস্যা হতে পারে। আপনার আইপি দেখে নিন।
. Twitter: Twitter এ যদি আপনার একটি Account থাকে তবে আপনি এক্ষেত্রে কাজ করতে পারবেন হতে পারে আপনার Twitter Page এ একটি Review লিখতে হবে পাশাপাশি তাদের একটি Link ও Review এর মধ্যে দিতে হতে পারে তবে সবটাই নির্ভর করবে Employer এর চাহিদার ওপর
. Blog/Website Owners: আপনার যদি একটি নিজস্ব Web Site থাকে এবং আপনি যদি নির্দিষ্ট বিষয়ের ওপর Article লেখার জন্য যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে আপনি কাজটি খুব সহজেই করতে পারবেন। আর একটি ৫০ শব্দের Article লিখে পেতে পারেন $0.25 – $0.80 ডলার
. Text link Required: কাজটি করতেও বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব Website দরকার হয়ে থাকে। তবে কাজটি অত্যন্ত সহজ। Employer এর চাহিদা অনুযায়ী আপনার Site এ একটি Link ব্যবহার করলেই কাজ শেষ। এক্ষেত্রে বেশিরভাগ Employer PR1 কিংবা তার ওপরে অবস্থানকৃত Site চায়। দেখে নিন আপনার Site এর Page Rank ক্লিক করুন
. Yahoo Answers: Yahoo এর একটি Site হচ্ছে Yahoo Answer এখানে বিভিন্ন প্রশ্নের Answer করে Level কে বৃদ্ধি করা যায়। সাধারনত Employer কাজের জন্য Level টু আছে এমন ব্যক্তিদের খোঁজ করে। এখানে প্রশ্নের Answer এর মধ্যে Employer এর নির্দিষ্ট Link দিতে বলা হয়
. Forums: এক্ষেত্রে একটি Forum Site খুঁজে বের করতে হবে। তবে Site এর বিষয়বস্তু অবশ্যই Employer বলে দিবে। এই Site এ Re করেgistration তাদের একটি Link  Signature হিসেবে ব্যবহার করতে হবে। পাশাপাশি কিছু Comment ও লিখতে হতে পারে
 পরামর্শ:
. একটি Computer থেকে একটি Account করাটাই ভাল
. কখনো ৫টি কাজে সফলতার হার ৭৫% এর নিচে নেমে গেলে দু-চার দিন অপেক্ষা করে আবার চেষ্টা করা যেতে পারে
. যে সকল কাজে IP Address দিতে হয় বা এক IP থেকে দুবার ব্যবহার করা যাবে না সে সব কাজ না করাই ভাল যেমন: Sign up কারন, আমাদের দেশে Telecoms এর মাধ্যমে ব্যবহৃত Internet এর IP Sharing করা হয়ে থাকে
উপরের সকল বিষয়গুলো ভালভাবে বিবেচনা করে যদি কাজ Start করেন তবে অবশ্যই একটা Good Result পাবেন

Chitika