Online থেকে অর্থ Income এর ইচ্ছা কার না হয়? কিন্তু খুঁজে পাচ্ছি না সঠিক কোন মাধ্যম। যা দু-একটা জেনেছি তাও আবার বেশ জটিল কাজে পূর্ন। সবচেয়ে সহজ হিসেবে শুনেছিলাম PTC নামক Site এর কাহিনী। সত্যি বলছি খুবই সহজ, শুধুমাত্র Ad দেখলেই Dollar। শুরু করে দিলাম কাজ। কিছুদিন পরে দেখলাম Site খুঁজে পাচ্ছি না কিংবা Dollar উত্তলোনের জন্য Request করেছি কিন্তু হাতে আসছে না। অর্থাৎ Dollar শুধু Dollar ঐই থেকেছে কখনো Money হল না।
এরকম Comment যারা আজও মনে লালন করছেন মূলত তাদের জন্যই দিচ্ছি এই PTC Site দুটির Address। Site দুটির নাম হচ্ছে Onbux এবং Neobux। Site দুটি বেশ পরিক্ষীত এবং নিয়মিতই Payment করে থাকে। তবে শুরুতেই বলে নিচ্ছি, বেশ জটিল সব System দ্বারা তৈরি করা হয়েছে Site দুটি। একটি IP থেকে মাত্র একবারই Registration করা যাবে। আর যারা কোন Mobile Company লাইনের মাধ্যমে Internet ব্যবহার করছেন তারা হয়তো Registration করতে পারবেন না। এজন্য যারা Broadband লাইন ব্যবহার করেন এবং ইউনিক IP আছে তারাই শুধু এই Site দুটি থেকে Income করতে পারবেন। বিকল্প আরেকটি উপায় হচ্ছে ইউনিক IP যুক্ত কোন Computer থেকে Registration করে নিজের PC তে কাজ করা। তবে কাজ করতে Problem হলে, না করাই ভাল।
Onbux সাইটে রেজিষ্ট্রেশন ও কাজের প্রক্রিয়া:
১. Onbux Link টিতে Click করে Site এ প্রবেশ করুন।
২.যথারীতি প্রয়োজনীয় তথ্য দ্বারা Site এর Registration সম্পন্ন করুন।
৩. E-Mail Verification দরকার হলে আপনার Mail Address প্রবেশ করে নির্দিষ্ট Link এ Click করুন।
৪. এবার আপনার User Name এবং Password দ্বারা Log In করুন।
৫. View ads বাটনে Click করুন। একটি করে Ad এ Click করুন এবং একটু Wait করুন।
৬. ABCD যুক্ত কিছু লেখা আসবে বামে যে লেখাটি আসবে ডান পাশে সেটিতে Click করুন এবং অর্জিত ০.০১ Cent দেখান পর্যন্ত Wait করুন।
৭. এখানে ৪-৫ টি Add থাকবে দেখা শেষে My account বাটনে Click করে দেখুন আপনার সর্বমোট Income.
৮. সবশেষে Log Out করে Site থেকে বের হয়ে আসুন।
হয়তো অনেকে ভাবছেন চারটি Add দেখে মাত্র চার Cent! আসল কথা হচ্ছে PTC Site গুলোতে অধিক পরিমানে Income নির্ভর করে আপনার Referral এর উপর। অর্থাৎ যত বেশি Referral তত বেশি Income. আপনার একজন Referral নিজে Ad দেখে যত Income করবে তার অর্ধেকটাই যোগ হবে আপনার Account এ । ধরুন, আপনি এ Site এ প্রতিদিন Ad দেখছেন চারটি। আর আপনার Referral আছে মাত্র বিশজন। তখন আপনার মোট Income হবে মাস শেষে:
আপনি নিজে ----------- 4x30=120টি অর্থাৎ 120 Cent
20 জন Referral (20x4)x30=2400টি অর্থাৎ 2400 Cent
...........................................................................................................
Totall=2520 Cent বা 25.20 dollar
এটিতো গেল মাত্র 20 জন Referral এবং একটি Site এর বর্ননা। এরকম আরও 2/3 টি ভাল Site এ কাজ করতে পারলে আপনার সফলতা নিশ্চিত।
প্রত্যেকটি Site এ থাকে Golden Member হওয়ার সুবিধা। যার জন্য আপনাকে করতে হবে কিছু বিনিয়োগ। বিনিময়ে আপনি পাবেন বেশি পরিমানে Ad দেখা এবং অনেক বেশি Referral Rent এবং বৃদ্ধির সুবিধা। যা আপনার Income এর পরিমানকে বাড়িয়ে দিবে অনেক গুন। তবে একটি Site এ ঢুকেই সেখানে বিনিয়োগের পরামর্শ কাউকে দিচ্ছি না। তবে হ্যাঁ, ছোট আকারের সফলতার পরে এ Site এ বিনিয়োগ করেও Income এর পরিমান বাড়িয়ে নিতে পারেন। Onbux এ অনেকেই সফল যাদের অনেকই আবার Golden Member. এদের মধ্যে বাংলাদেশের Golden Member ও বিদ্যমান আছে।
এরকম আরেকটি ভাল মানের Site হচ্ছে Neobux। এখানেও অনেক People কাজ করছে সফলতার সাথে। সকল প্রকার নিয়ম-কানুন Onbux এর মতই তবে Ad দেখার ক্ষেত্রে উপরের 6 Number এর নিয়মের মত কোন প্রকার ABCD যুক্ত লেখা আসবে না। কাজ করতে ইচ্ছে হলে এক্ষুনি Registration করে নিন দুটি Site এ।
PTC Site সর্ম্পকে আরো জানতে এখানে Click করুন
বি:দ্র: এক মাস এবং 1 Dollar Income এর পূর্বে কোন প্রকার Referral করবেন না।