In this commentary you be able to make out how on the way to Easy Make Money by Google Adsense. It’s extremely consistent and blogger Make money a delivery of by Adsense like strange blogger. Adsense is individual of the majority complete earning system of online income. You know how to also know to real earning system of Google Adsense
Google Adsense বিখ্যাত Search Engine Google এর একটি Advertising program। এর মাধ্যমে Income এর জন্য একটি Website থাকতে হবে। Free Web site এর মাধ্যমেও Google Adsense ব্যবহার করে উপার্জন করা সম্ভব। Google Adsense যদিও বহুদিন পূর্ব থেকেই সমগ্র বিশ্বে একটি নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী Income এর পদ্ধতি হিসাবে স্বীকৃত, কিন্তু বাংলাদেশে বিষয়টি অনেকের কাছেই নুতন। প্রথমদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশের IT জগতে একটা হৈ চৈ পড়ে গিয়েছিল। টাকা Income এর জন্য অনেকেই নিজস্ব Website কিনে অথবা Free website এর মাধ্যমে ব্যবহার করেছে Adsense,
Google Adsense এর মূল প্রক্রিয়াটি সঠিকভাবে না বুঝার কারনে অনেকের Adsense Account বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু যারা সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে তারা ঠিকই Income করছে।
মূল বিষয় হচ্ছে, Google Adsense এর মাধ্যমে যে কোন ধরনের Website এর মাধ্যমে Income সম্ভব। শর্ত হচ্ছে, Site কে জনপ্রিয় করতে হবে। Site এ প্রচুর Visitor ঢুকতে হবে, ভাল Contents থাকতে হবে। Visitor একবার Site এ প্রবেশ করে পুনরায় প্রবেশ করার আগ্রহ থাকে এ ধরনের Contents প্রতিনিয়ত Update রাখতে হবে। Site এ Visitor প্রবেশ করানো এবং তাদেরকে ধরে রাখতে পারলে Visitor দের একটি অংশ স্বাভাবিকভাবেই Google এর বিজ্ঞাপনে Click করবে। মনে রাখতে হবে, যত বেশি Visitor আপনার Site এ থাকবে তত আপনার Income এর পরিমান বৃদ্ধি পাবে। আমি হিসাব করে দেখেছি, প্রতিদিন গড়ে ১০০০ Visitor Site এ প্রবেশ করলে গড়ে ১০% Visitor Google প্রদর্শিত বিজ্ঞাপনে Click করে। এতে গড়ে প্রতিদিন ১০ ডলার Income হবে। অর্থাৎ মাসে ৩০০ ডলার বা ২০০০০ টাকা Income করা সম্ভব শুধুমাত্র একটি মানসন্মত Web site এর মাধ্যমে। একটি Site হতে এ ধরনের Income শুরু হয়ে গেলে ভিন্ন বিষয়ের উপর আরো Site আপনি তৈরি করতে পারবেন। Online Income এর এক বিশাল দ্বার উন্মোচিত হবে আপনার জন্য। প্রয়োজন শুধু পরিশ্রম করার মানসিকতা। ভাবতে পারেন, Click করলেই যেহেতু ডলার তাহলে চিন্তা কি, সাইবার ক্যাফেতে গিয়ে শুধু Click আর Click.........! Google কি এতই বোকা! বিজ্ঞাপনদাতারা কি এতই বোকা! Click করলেই টাকা দিবে! না, Fake Click করলে Google তার Account বন্ধ করে দিবে। Original Click করলেই শুধু ডলার জমবে। তাহলে Original Click কোনটি, যার মাধ্যমে ডলার পাওয়া যাবে? সে কথাই আসছি, যেহেতু Site এ বিষয়বস্তুর সাথে মিল রেখে Google বিজ্ঞাপন প্রদর্শন করে, সেহেতু Visitor যদি Site এ contents দেখার পাশাপাশি Google Ad এ Click করে উক্ত বিজ্ঞাপনদাতার Site এ স্বাভাবিকভাবে প্রবেশ করে (এক্ষেত্রে Visitor কিন্তু fake Click করেনি, বড়ং তার নিজস্ব আগ্রহে উক্ত বিজ্ঞাপন দাতার Site এ প্রবেশ করেছে) তবেই হবে Original Click । এ ধরনের স্বাভাবিক Click করলেই আপনার Income হবে। Google তার Adsense Program এ জন্য এমন Technology ব্যবহার করেছে যে কেও fake Click করলে তা ধরে ফেলতে সক্ষম। অতএব, এ ধরনের অসাধু চিন্তা মাথা থেকে ঝেরে ফেলতে হবে। মনে রাখতে হবে, Google Adsense একটি দীর্ঘমেয়াদী ব্যবসা। এর পুঁজি হচ্ছে, আপনার Blogging পরিকল্পনা ও সঠিকভাবে তার ব্যবহার। নগদ মূলধন বলতে শুধুমাত্র একটি PC আর Domain/Hosting এর জন্য মাত্র ২/৩ হাজার টাকা। সঠিকভাবে Blogging করতে পারলে, পর্যাপ্ত Visitor siteএ প্রবেশ করাতে পারলে মাসে হাজার ডলার income করা সম্ভব-এটা কল্পনা নয়, বাস্তব।
পরিশ্রম করে একটা ভালমানের Blog Site তৈরি করতে পারলে আর Visitor বাড়ানোর সব কৌশল প্রয়োগ করতে পারলে আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। আপনি ঘুমিয়ে থাকবেন আর আপনার Account ডলার জমতে থাকবে। সত্যি অভাবনীয়!
যারা Google Adsense ব্যবহার করে দীর্ঘমেয়াদী উপার্জন করতে চান তাদের জন্য নিচে কতিপয় Guideline প্রদত্ত হল।
১. যে ধরনের Blogging Site করতে চান, তা ভেবে চিন্তে নির্বাচন করুন। অর্থাৎ যেসব Site এ Visitor বেশি প্রবেশ করে সে ধরনের Site তৈরি করুন। Blogging সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২.সাধারণত শিক্ষামূলক (Computer এর বিভিন্ন বিষয়সহ অন্যান্য শিক্ষা), General knowledge, Sport, Health and Fitness, Tips, ইত্যাদি বিষয়ের Site এ Visitor বেশি হয়ে থাকে। এ ধরনের ভালমানের Site কে Follow করে আপনিও অনুরুপ Blogging Site তৈরি করতে পারেন।
৩. প্রথমেই টাকা Income এর চিন্তা মাথায় না এনে যথেষ্ট Time নিয়ে Site কে সমৃদ্ধ করতে Try করুন।
৪. কখনোই কোন Site এর Contents Cpoy করে আপনার Site এ Post করবেন না। অবশ্য ভাল কোন Blogging Site কে অনুকরণ করে নুতন Article, Tutorial, Tips, ইত্যাদি Post করতে পারেন।
৫. Site পরিপূর্ণভাবে তৈরি হলে Visitor বাড়ানোর জন্য মনোযোগী হোন। এক্ষেত্রে SEO এর প্রাথমিক বিষয়গুলো প্রয়োগ করুন। ( BAcklink তৈরি, Forum Post, Bookmarking ইত্যাদি)
৬. সবশেষে Google Adsense এর জন্য apply করুন।
১. যে ধরনের Blogging Site করতে চান, তা ভেবে চিন্তে নির্বাচন করুন। অর্থাৎ যেসব Site এ Visitor বেশি প্রবেশ করে সে ধরনের Site তৈরি করুন। Blogging সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২.সাধারণত শিক্ষামূলক (Computer এর বিভিন্ন বিষয়সহ অন্যান্য শিক্ষা), General knowledge, Sport, Health and Fitness, Tips, ইত্যাদি বিষয়ের Site এ Visitor বেশি হয়ে থাকে। এ ধরনের ভালমানের Site কে Follow করে আপনিও অনুরুপ Blogging Site তৈরি করতে পারেন।
৩. প্রথমেই টাকা Income এর চিন্তা মাথায় না এনে যথেষ্ট Time নিয়ে Site কে সমৃদ্ধ করতে Try করুন।
৪. কখনোই কোন Site এর Contents Cpoy করে আপনার Site এ Post করবেন না। অবশ্য ভাল কোন Blogging Site কে অনুকরণ করে নুতন Article, Tutorial, Tips, ইত্যাদি Post করতে পারেন।
৫. Site পরিপূর্ণভাবে তৈরি হলে Visitor বাড়ানোর জন্য মনোযোগী হোন। এক্ষেত্রে SEO এর প্রাথমিক বিষয়গুলো প্রয়োগ করুন। ( BAcklink তৈরি, Forum Post, Bookmarking ইত্যাদি)
৬. সবশেষে Google Adsense এর জন্য apply করুন।