Online এ অর্থ Income এর জন্য রয়েছে অনেক Website বা Marketplace। এক এক Site এর কাজের পদ্ধতি এক এক রকম। কোন কোন Site এ Bid(Apply) করে কাজ পেতে হয়। এসব Site এর কাজ পাওয়ার জন্য কাজের মূল্য, Experience, Rating/Feedback, কাজের Sample ইত্যাদি বিবেচনা করা হয়। নুতন Freelancer দের ক্ষেত্রে এসব Site এ Succeed হতে হলে বেশ Struggle (চেষ্টা) করতে হয়। অন্যদিকে কিছু Marketplace রয়েছে, যেখানে কাজ জমা দিয়ে Income করা যায়, যেমনঃ Graphic ও WebDesign এর বিভিন্ন Element. এক্ষেত্রে উক্ত Design বা Element Professional মানের না হলে উক্ত Site এ গ্রহণযোগ্য হবে না। নুতনদের জন্য এক্ষেত্রেও সফল হওয়ার সম্ভাবনা কম। এসব দৃষ্টিকোণ থেকে Micro job Site গুলো Online এ Income এর জন্য সত্যিকার অর্থেই সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। এসব Site এ কোনরুপ Bid করার প্রয়োজন হয় না। যে কোন মূহুর্তে Free Registration করে কাজ শুরু করা যায়। নিচে ৬টি নির্ভরযোগ্য Micro job Site দেয়া হলো ।
http://www.microworkers.com
http://www.minuteworkers.com
http://www.shorttask.com/
http://www.rapidworkers.com/
http://www.myeasytask.com/
http://www.jobboy.com
স্ব-অভিজ্ঞতা, নিজস্ব সার্কেল, বিভিন্ন ফোরাম ইত্যাদি মাধ্যমে এসব Site এর নির্ভরযোগ্যতা প্রমানিত হয়েছে। অর্থাৎ, এসব Site এ কাজ করে টাকা পাওয়ার নিশ্চয়তা রয়েছে। MICRO Site গুলোতে বড় Beget কোন কাজ পাওয়া যায় না। কাজগুলো ছোট ছোট এবং সম্পন্ন করতে সময় লাগে ৫ থেকে ১০ মিনিট। নুতন Freelancer রা সহজেই এ কাজগুলো করে অর্থ Income করতে পারেন। এসব সাইটে মূলতঃSing-up, Comments, Forum Postting, Digg, Voting, Bookmarking, Twiter, facebook, Yahoo Answer ইত্যাদি SEO বিষয়ক কাজগুলো পাওয়া যায় । SEO শিখলে MICRO Site এ প্রতিটি Site এ আপনি কাজ করতে সক্ষম হবেন। আপনি যদি SEO ভাল জানেন তবে একটি MICRO Site এ প্রতিদিন কমপক্ষে ১ ডলার Income করতে পারবেন-এটা নিশ্চিতভাবেই বলা যায়। প্রতিদিন এ রকম ৬টি MICRO Site এ কাজ করলে কমপক্ষে ৬ ডলার Income করতে পারবেন যদি কাজের ব্যাপারে আন্তরিক থাকেন । যাদের নূন্যতম Page Rank-1 লেভেলের একটি Website রয়েছে তারা আরও বেশি Income করতে সক্ষম ।মোট কথা, Skill বা দক্ষতার কোন বিকল্প নেই।SEO তে দক্ষ হলে শুধুমাত্র MICRO Site এ যে উপার্জনের সুযোগ রয়েছে-তা নয়, বরং বিভিন্ন Freelancing Market এ যেখানে Bid করে কাজ পাওয়া যায়, যেমনঃ
www.odesk.com,
www.Freelancer.com
www.Scriptlance.com
সেখানেও প্রচুর কাজ রয়েছে, যার বাজেটও ভাল, প্রতিযোগিতাও কম।
আশা করি নুতন Freelancer রা MICRO Site এ কাজের মাধ্যমে তাদের অনলাইন Freelancing Career শুরু করতে পারেন।