Chitika

Earn By Micro Site

Online এ অর্থ Income এর জন্য রয়েছে অনেক Website বা Marketplace। এক এক Site এর কাজের পদ্ধতি এক এক রকম। কোন কোন Site এ Bid(Apply) করে কাজ পেতে হয়। এসব Site এর কাজ পাওয়ার জন্য কাজের মূল্য, Experience, Rating/Feedback, কাজের Sample ইত্যাদি বিবেচনা করা হয়। নুতন Freelancer দের ক্ষেত্রে এসব Site এ Succeed হতে হলে বেশ Struggle (চেষ্টা) করতে হয়। অন্যদিকে কিছু Marketplace রয়েছে, যেখানে কাজ জমা দিয়ে Income করা যায়, যেমনঃ Graphic ও WebDesign এর বিভিন্ন Element. এক্ষেত্রে উক্ত Design বা Element Professional মানের না হলে উক্ত Site এ গ্রহণযোগ্য হবে না। নুতনদের জন্য এক্ষেত্রেও সফল হওয়ার সম্ভাবনা কম। এসব দৃষ্টিকোণ থেকে Micro job Site গুলো Online এ Income এর জন্য সত্যিকার অর্থেই সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। এসব Site এ  কোনরুপ Bid  করার প্রয়োজন হয় না। যে কোন মূহুর্তে Free Registration করে কাজ শুরু করা যায়। নিচে ৬টি নির্ভরযোগ্য Micro job Site দেয়া হলো
http://www.microworkers.com
http://www.minuteworkers.com
http://www.shorttask.com/
http://www.rapidworkers.com/
http://www.myeasytask.com/
http://www.jobboy.com
স্ব-অভিজ্ঞতা, নিজস্ব সার্কেল, বিভিন্ন ফোরাম ইত্যাদি মাধ্যমে এসব Site এর নির্ভরযোগ্যতা প্রমানিত হয়েছে। অর্থাৎ, এসব Site এ কাজ করে টাকা পাওয়ার নিশ্চয়তা রয়েছে। MICRO Site গুলোতে বড় Beget কোন কাজ পাওয়া যায় না। কাজগুলো ছোট ছোট এবং সম্পন্ন করতে সময় লাগে থেকে ১০ মিনিট। নুতন Freelancer রা সহজেই কাজগুলো করে অর্থ Income করতে পারেন। এসব সাইটে মূলতঃSing-up, Comments, Forum Postting, Digg, Voting, Bookmarking, Twiter, facebook, Yahoo Answer ইত্যাদি SEO বিষয়ক কাজগুলো পাওয়া যায় । SEO শিখলে MICRO Site এ প্রতিটি Site এ আপনি কাজ করতে সক্ষম হবেন। আপনি যদি SEO ভাল জানেন তবে একটি MICRO Site এ প্রতিদিন কমপক্ষে ডলার Income করতে পারবেন-এটা নিশ্চিতভাবেই বলা যায়। প্রতিদিন রকম ৬টি MICRO Site এ কাজ করলে কমপক্ষে ৬ ডলার Income  করতে পারবেন যদি কাজের ব্যাপারে আন্তরিক থাকেন । যাদের নূন্যতম Page Rank-1 লেভেলের একটি Website রয়েছে তারা আরও বেশি Income করতে সক্ষম ।মোট কথা, Skill বা দক্ষতার কোন বিকল্প নেই।SEO তে দক্ষ হলে শুধুমাত্র MICRO Site এ যে উপার্জনের সুযোগ রয়েছে-তা নয়, বরং বিভিন্ন Freelancing Market এ যেখানে Bid করে কাজ পাওয়া যায়, যেমনঃ
 www.odesk.com,
www.Freelancer.com
 www.Scriptlance.com
 সেখানেও প্রচুর কাজ রয়েছে, যার বাজেটও ভাল, প্রতিযোগিতাও কম।
আশা করি নুতন Freelancer রা MICRO Site এ কাজের মাধ্যমে তাদের অনলাইন Freelancing Career শুরু করতে পারেন

Chitika