যারা Online এ Income এ কথা শুনেছি তারা নিশ্চয়ই Article লিখে যে খুব সহজেই Income করা যায় সেটিও শুনেছি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে আমাদের দেশের অনেকেই Article লিখতে ভয় পায়। কেননা যাই লেখি না কেন, লিখতে তো হবে সব English এ! হ্যাঁ যা লিখবেন তা English এ লিখতে হবে এর কোন বিকল্প নেই। আপনিও চাইলেই কিন্তু English এ Article লিখতে পারেন। তার জন্য দরকার হবে নূন্যতম কিছু English এর জ্ঞান। অনেকেই হয়তো আমার কথা শুনে অবাক হচ্ছেন, ভাবছেন নূন্যতম English এর জ্ঞান দ্বারা English এ Article লিখব, এটিও কি সম্ভব! আমি আবারও বলছি, অবশ্ব্যই সম্ভব যদি আপনি আমার Guideline সঠিকভাবে Follow করেন এবং পরবর্তীতে যথাসম্ভব চেষ্টা করেন। আমার ধারনা Bangladesh এ যারা Article লিখে অর্থ Income করছে তারা সকলেই আমার মত করেই লিখে থাকেন।
কি কি টেকনিক Follow করবেন:
১. Bayer আপনাকে যে বিষয় দ্বারা Article লিখতে বলছে, সেই বিষয়টি যদি আপনার পরিচিত না হয় তবে প্রথমেই বিষয়টি দ্বারা Google এ Search করুন।
২. Suppose, Google আপনার সামনে বেশ কিছু Result নিয়ে এল, এবার আপনার অনুমান দ্বারা দু তিনটি Web Site খুলে বিষয়টি বোঝার Try করুন।
৩. যদি কাজটি Microworkers.com এর হয়ে থাকে, তবে Bayer আপনাকে যে Site টির জন্য Article লিখতে বলছে তার সেই Siteটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন পুরো বিষয়।
৪. তার দেয়া Site থেকেও আপনি অর্থ বুঝে দু একটি Line নিতে পারেন এবং বাক্যের ক্রিয়াকে সমার্থক শব্দ দ্বারা পরিবর্তন করে দিবেন। এটি আপনার MS Word ফাইলে কোন Word এ Select করে Right Click করলেই Synonyms নামে Option পাবেন।
৫.পাশাপাশি প্রথমবারেই হয়তো সব অর্থ আপনার পক্ষে বোঝা সম্ভবপর হবে না। তাই একটি Dictionary ই Open করে নিন এবং জটিল Word টি সাথে সাথে দেখে নিন।
৬. যে সকল বানান ভুল করেছেন, সেগুলো লাল চিহ্নযুক্ত দেখতে পাবেন। এবার তার উপরে Right Click করলে অনেক সমাধান পাবেন। এখন আপনি তার মধ্য থেকে সঠিক Word টি বেছে নিন।
৭. বাক্য সাজানোর জন্য Basic কিছু Grammar আপনাকে জানতে হবে। এটিও কোন কঠিন কাজ নয়, কেননা আপনার Grammar সংক্রান্ত ভুলগুলো Computer এ MS Word File এ সবুজ কালি দ্বারা চিহ্নিত করে দেবে আর সেটির উপরে Right Click করলে পেয়ে যাবেন আপনার সমাধান।
আশা করি ৫০ Word এর Article লিখতে এবার আপনার খুব একটা কষ্ট হবে না। তবে যদি আপনি Professional মানের Article Writer হতে চান তবে এই পদ্ধতিতে আপনাকে বেশ কিছু দিন Try করতে হবে। পাশাপাশি English এ Article গুলো বেশি বেশি পড়ে অর্থ বোঝার Try করতে হবে এবং নতুন নতুন Word Memory তে ধারন করতে হবে। ছোট আকারে হলেও Sentence গঠন করার Try করতে হবে আর ভুল হলে Computer ঐই ধরিয়ে দিবে।
Article লিখে Income করার জন্য যতটুকু রহস্য আছে তার অনেকটাই আলোচনা করার Try করেছি।Article Writing এর সর্ম্পকে জানতে এখানে Click করুন……..
এবার আপনাদের পালা, চেষ্টা শুরু করুন এখন থেকেই। কেননা Professional মানের Article Writer হতে পারলে Online এ উপার্জনের রয়েছে অভাবনীয় সুযোগ । Microworkers সহ বিভিন্ন Freelancing Site এ Visit করলে এর চাহিদা উপলদ্ধি করা যায়।