Dear visitor, within this item you container be familiar with regarding apex freelancing market odesk. This is unswerving freelancing site in the order of the world. This site is extremely successful on the way to earn money through freelancing of service provider. Bangladeshi service provider well used for this site. Giant Bangladeshi freelancer work at this time by now with happiness.
বর্তমানে যতগুলো Freelancer Site রয়েছে, তার মধ্যে Odesk হচ্ছে সর্বাধিক জনপ্রিয় ও নির্ভরযোগ্য Site। Siteটি Bayer ও Freelancer উভয়ের কাছেই সর্বাধিক জনপ্রিয়। ফলে বর্তমানে Site টিতে কাজ করছে প্রায় ১ লক্ষেরও উপরে Freelancer। Siteটিতে Data Entry থেকে শুরু করে Graphics, Web design, Articles Writing, SEO, Programing ইত্যাদি হাজারো প্রকারের কাজ রয়েছে।এইSiteটি কেন জনপ্রিয় ও নির্ভরযোগ্য?
১. Siteটিতে 'নির্দ্দিষ্ট পরিমাণ মূল্য' এবং 'ঘন্টা হিসাবে মূল্য (Hourly job)' উভয় প্রকার কাজ রয়েছে। তবে ঘন্টা হিসাবে কাজের জন্য Odesk বেশি জনপ্রিয়। এ পদ্ধতিতে Freelancer রা অন্য Site হতে তুলনামূলক বেশি অর্থ Income করতে পারে। এ System Internet এ উপস্থিত থেকে একটি বিশেষ Software (Teamviewer) মাধ্যমে Freelancer কে কাজ করতে হয়। এ সময় একজন Freelancer কি কাজ করছেন তার Screenshot Bayer রের কাছে চলে যায়। ফলে Bayer তার কাজের প্রতিনিয়ত Update পেতে থাকে।
২. Siteটিতে Freelancer দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়ার মাধ্যমে Profile Building এর সুবিধা। ফলে সত্যিকার অর্থেই যারা নির্দ্দিষ্ট বিষয়ে দক্ষ তারা অগ্রাধিকার ভিত্তিতে ও ভাল বাজেটের কাজ পেয়ে থাকে।
৩. অধিকাংশ কাজের ক্ষেত্রে এসক্রো System এর (কাজের শুরুতেই Bayer Site এ টাকা জমা দিয়ে থাকে) কারনে Freelancer দের কাছে কাজ শেষে টাকা পাওয়ার ১০০% নিশ্চয়তা থাকে।
৪. যেহেতু এ Site এ অন্যান্য Site এর মত যে কেও Bid (আবেদন) করতে পারে না, অর্থাৎ, এ Site এ কাজ করতে গেলে নুন্যতম রেডিনেস Test দিতে হয় এবং বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে ১০০% প্রোফাইল সম্পন্ন না হলে পর্যাপ্ত Bid করতে পারে না, এসব কারনে Bayer দের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য Site এটি। ফলে বিশ্বে যতগুলো Freelancing Site রয়েছে, তন্মধ্যে, Odesk সর্বাধিক কাজ জমা হয়। বড়ং বলা যায়, সবগুলো Site এ যে পরিমাণ কাজ জমা হয়, শুধুমাত্র Odesk এ সে পরিমাণ কাজ জমা হয়। ফলে, বাংলাদেশী Freelancer দের জন্য একটু Serious হলেই এ Site এ কাজ পাওয়া সম্ভব।
আশার কথা, বর্তমানে Bangladesh এ যত Freelancer কাজ করছে তন্মধ্যে, Odesk ঐ সর্বাধিক। তুলনামূলক কম Rate, বিশ্বস্ততা ইত্যাদি কারণে বাংলাদেশী Freelancer রা ভাল অবস্থানেই রয়েছে। Freelancing-এ যারা নুতন তারা Odesk এ কাজের মাধ্যমে তাদের Freelancing Career শুরু করতে পারেন। প্রথমদিকে কাজ পেতে কিছুটা বেগ পেতে হলেও Profile ১০০% Complete হলে এবং ধৈর্যের সাথে লেগে থাকলে অবশ্যই এ Site এ সফলতা পাওয়া সম্ভব। অনেক Bangladeshi Freelancer রয়েছে, যারা শুরুতে কাজ পেতে কিছু বিলম্ব হলেও বর্তমানে Team নিয়ে কাজ করছে। Odesk Site এ Bangladeshi Freelancer দের Profile দেখলেই বিষয়টি অনুধাবন করা যায়।
Payment System
পাইওনার Debit Card, Moneybookers, Bankware Transfer ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে Odesk Site থেকে বাংলাদেশে টাকা নিয়ে আসা যায়।