Making Money Online – Is it really possible-
Many online money making sing up have make in the Internet during the latest years. The staying power with skill of earning currency online has throughout such programs the majority usual with the internet surfers. The advantage of the online currency making programs is to you bud vase job nonviolent into your home through your measure time. There won’t be all mystified program or all effort force. Though there is lots of payment connected by the online currency making programs, a few of them have skilled a huge defeat of money through a few online money structure programs.
To Get More Information of English==>> Click Here>><<
Online এর থেকে Income এর প্রত্যাশা প্রায় সকল Visitor এর । প্রথমেই বলতে চাই বিভিন্ন Advertising Programs থেকে Income এর কৌশল সম্পর্কে। এই Progrem গুলোর মধ্যে অন্যতম হচ্ছে Google Adsense । Google থেকে টাকা Income করেছে এমন ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে অনেক। সকলের অবগতির জন্য বলছি আমরাও নিয়মিত Income করছি Google থেকে।Google Adsense এর জন্য আপনার থাকতে হবে একটি Website এবং Google এর একটি Account. ধরুন, আপনার দুটো জিনিসই আছে কিন্তু যতক্ষন না আপনার Ad এ Click পড়বে ততক্ষনে আপনি টাকা Income করতে পারবেন না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ন যে কাজটি সেটি হচ্ছে Visitor বৃদ্ধি। Visitor না থাকলে আপনি কখনই অর্থ Income করতে পারবেন না।
Visitor বৃদ্ধি করা একটি কঠিন কাজ হলেও চেষ্টা অব্যাহত রাখলে এবং কিছু Tips Follow করলে এটিও সম্ভব।
Tips** আপনার বিষয়ের সাথে মিল আছে এমন Site এ Comment করে আপনার Site এ Backlink বৃদ্ধি করুন। Backlink হচ্ছে সেই জিনিস যা কখনই শেষ হয়না। ধরুন Facebook এ Link এ ঘরে আপনি আপনার একটি Link দিয়েছেন এখন নতুন যে Visitor আপনার Facebook Profile দেখবে তার চোখেই Link টি পড়বে এবং যদি ভাল লাগে সে আপনার Site Visit করবে। আবার ধরুন Google এ Search করে একটি Tutorial Site এ গেলেন আর আপনার Site টিও Tutorial বিষয়ক। Comment এর Option পেলে একটি Comment লিখলেন এবং আপনার Site এর নামটি নিচে দিলেন। এখন যত Visitor ঐ Page টি দেখবে তারা কিন্তু আপনার Site এর Link টিও দেখতে পাবে। কেও কেও আগ্রহ হলে আপনার Site এ প্রবেশ করবে। এতে Visitor বাড়বে। তাই বেশি বেশি Backlink দেয়ার Try করুন।
** ভাল মানের Comment দ্বারা আপনার Site টিকে নিয়মিত Update করুন।
** বিভিন্ন Forum এ Question এবং Answer দিন এবং সাথে আপনার Site এর নামটি Publish করুন।
** যেসকল Site এ Article জমা দেয়ার সুযোগ আছে সেখানে আপনার Site এ সাথে সম্পর্কিত Article জমা দিন। Article এর লেখার মাঝে আপনার Site এর Link ব্যবহার করুন।
** Visitor ধরে রাখতে মজার মজার Game, কুইজ প্রতিযোগিতা এবং পোল System ব্যবহার করুন।
** বিভিন্ন রকম Information এর Update সবার আগে Site এ ব্যবহার করুন।
** Online এ marketing এর জন্য Facebook, Myspace এবং Twitter মত Social Networking Site এ বিভিন্ন রকম লেখালিখি করুন এবং পাশাপাশি আপনার Site এ Visit করতে আপনার Site এ র Link ব্যবহার করুন।
** Yahoo, MSN কিংবা অন্য যে কোন Live Chat করা যায় এমন Site এ মাধ্যমে আপনার web Addressটি ছড়িয়ে দিন।
** তবে মনে রাখবেন আপনার যেকোন আমন্ত্রন কৌশলের সাথে করতে হবে। তাই কখনই Click here শব্দটি ব্যবহার করবেন না।
যারা Search Engine Keyword দ্বারা Site কে জনপ্রিয় করতে চান, তারা নিচের Tips গুলো মাথায় রেখে কাজ করতে পারেন। যেহেতু Search Engine এ থাকে লক্ষ লক্ষ প্রতিযোগী তাই এখানে প্রথম পেইজে আপনার Link প্রদর্শন করা খুবই কষ্টকর, কিন্তু আপনার Visitor এর পরিমান বৃদ্ধি পেলে, পাশাপাশি কম প্রতিযোগী আছে এমন Keyword ব্যবহার করলে এখান থেকে বেশ ভাল পরিমান Visitor পাওয়া যায়।
** Metatag এ Search হতে পারে এমন Keyword কমা দিয়ে লিখুন এবং সেই Keyword এর ওপর ভিত্তি করে মেটা Description লিখুন।
** Content Page এর মধ্যেও প্রায় ১০% Keyword ব্যবহার করুন।
** Content মধ্যে Picture ব্যবহৃত হলে তার সাথে Alt যোগ করুন।
** Google, Yahoo এবং Bing আপনার Site এবং Site এর Site Map Submit করুন।
উপরের Tips গুলো নিয়মিত Follow করলে আশা করি আপনার Web Site টিও একসময় জনপ্রিয়তার শীর্ষে চলে আসবে। তবে সতর্কতার জন্য একটি কথা বলতেই হয় সবসময় Visitor দের ভাল কিছু দেয়ার Try করুন নয়তো Visitor আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আপনার Site টিকে মনে রাখবে সত্যি কিন্তু আপনার Site Visit করবে না। ধীরে ধীরে আপনার Site টি নষ্ট একটি Site হিসেবে পরিচিতি লাভ করবে। যা আমাদের কখনই কাম্য নয়।
No comments:
Post a Comment